চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নেত্রকোণা জেলা শাখা।

সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল হক মানিক এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রাণী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর ছাবুর।

এছাড়াও মানববন্ধনে অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন, নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হামিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা আহমেদ, সদস্য মোঃ লুৎফর রহমান, মোঃ খায়রুল ইসলাম, আবু সাদেক, আমিনুল ইসলাম, শহিদুল ইসলামসহ ইউনিট কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ, জেলার সম্মানিত সিনিয়র/সহকারী শিক্ষক/শিক্ষিকা বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ যে, গত রোববার দুপুরে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার সহকারী শিক্ষক (বাংলা) মো. হাফিজুর রহমান বিদ্যালয়ের ১১২নং কক্ষে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালে প্রভাতি শাখার দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী শাফিউল অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় দায়িত্বরত শিক্ষক তাকে বাঁধা দেন এবং খাতা কেড়ে নেন। এতে শিক্ষার্থী শাফিউল ক্ষিপ্ত হয়ে শিক্ষককে চড়-থাপ্পড় মারেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (০৮ অক্টোবর) রাতে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটির গঠন করেছেন জেলা প্রশাসক। যারা তিন কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে।

এ ঘটনায় শিক্ষকদের পক্ষে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান।