নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুয়ায় এক কওমী মাদ্রাসার ছাত্রকে বলৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।
এঘটনায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে বলৎকারের শিকার ওই ছাত্রের (১০) বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার পর আটক মাওলানা রহমত উল্লাহ (১৯) কে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোর্পদ করেছে কেন্দুয়া থানা পুলিশ।
সুত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার খালিজুড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ (১৯) কয়েক মাস আগে কেন্দুয়া উপজেলার দলপা ইউপির দৈলা আহমদিয়া ফিহজুল উলুম কওমী মাদ্রাসায় শিক্ষকতা পেশায় চাকুরী নেন।
সে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র (১০) কে জোরপূর্বক বলৎকার করে।
শুক্রবার সকালে ভিকটিম ছাত্র বিষয়টি মোবাইল ফোনে তার অভিভাবকে জানায়। ভিকটিমের কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা।
এরআগে পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।
এব্যাপারে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম জানান, এঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত শিক্ষকে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]