ছাত্রলীগ নেতার ঘুষিতে দশম শ্রেণীর শিক্ষার্থী নিহত
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণীর শিক্ষার্থী মো. রেজাউল করিম (টিটু) (১৭) নিহত হয়েছেন।
নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামে বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের চাচা মো. আব্দুল হাকিম বলেন, স্থানীয় আইব আলী খানের ছেলে রোমান সাড়ে ১১ টার দিকে আমাদের কারো সাথে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলতে থাকে।
পরে গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ দিলে সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় গুন্ডা পান্ডার ভয়-ভীতি দেখাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে।
পরে আমরা এলাকাবাসী সকলের উপস্থিত হলে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রোমান রেজাউলকে ঘুসি মারলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাস্তার মাটি কাটা কে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটেছে। লাশ থানায় আছে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।