নেজা ডেস্ক রিপোর্ট :
বরেণ্য শিক্ষাবিদ, ভাষা সৈনিক, সমাজ সংস্কারক, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহ্ সুফি ওসমান আলী (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত, জাতিসংঘের ইন্টারফেইথ অ্যাম্বাসেডর ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ উচ্চ শিক্ষা গ্রহণ শেষে নেত্রকোণায় আগমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নেত্রকোনাবাসীর পক্ষে আল মদীনা কমপ্লেক্স কর্তৃপক্ষ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের নাগড়াস্থ কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোনা ক্বওমী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আল মদীনা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছারছীনার পীর শাহ্ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শরিফ উদ্দিন তালুকদার, মাওলানা মাজহারুল ইসলাম ও মাওলানা নুরুল ইসলাম প্রমূখ।
পরে নেত্রকোনা ক্বওমী শিক্ষা বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিভিন্ন ক্বওমী মাদ্রাসা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত