কলমাকান্দা প্রতিনিধি:
জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের আওতায় রাখার দাবিতে সারাদেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশন ব্যানারে নেত্রকোনার কলমাকান্দায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মচারী, সমাজের সচেতন নাগরিক ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন। তারা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনের আওতায় রাখার পক্ষে মত দেন এবং নতুন কমিশনের পরিকল্পনার বিরোধিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. ফরহাদ হাসান আজাদ, ডাটা এন্ট্রি অপারেটর, মো. আরিফ মিয়া, স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “NID সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকলে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় থাকবে এবং গণতন্ত্র সুরক্ষিত হবে।”
তারা আরও দাবি করেন, নির্বাচন কমিশন থেকে NID সেবা অন্য কোনো প্রতিষ্ঠানে হস্তান্তর করা হলে এর অপব্যবহার ও দুর্নীতির আশঙ্কা তৈরি হবে।
মানববন্ধন চলাকালে লেখা ব্যানারে দাবি তুলে ধরা হয়: “STAND FOR NID, SAVE NID-PROTECT VOTER LIST-ENSURE DEMOCRACY”
আয়োজক সংগঠনের নেতারা সরকারের কাছে তাদের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত