জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলমাকান্দায় র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল তিনটায় কলমাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় আহ্বায়ক এমএ খায়ের এর সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক আহ্বায়ক আব্দুস সালাম কেরণ, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম টুটন, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, বিএনপির যুগ্ন আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ কলি আক্তার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আয়নল হক প্রমূখ।

এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মধ্যবাজার দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।