জামায়াতে ইসলামী আগামী দিনে দেশ পরিচালনা করবে: মঞ্জুুরুল ইসলাম
মোঃ আবুল হোসেনঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জামায়েত ইসলামী আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে এটা এ দেশের মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ৩ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিয়াজুরী উপজেলা শাখার উদ্যোগে আগামী ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নেত্রকোণা জেলা কর্মী সম্মেলন বাস্তবায়ন উপলক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতে আমীর মাও: ইসমাইল হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আমীর ছাদেক আহমাদ হারিছ, নেত্রকোণা জেলা সেক্রেটারি মাও: মাহাবুবুর রহমান, মদনের সাবেক ভাইস চেয়ারম্যান ও নেত্রকোণা জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাও: রুহুল আমিন।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিটি ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্বশীল নের্তৃবৃন্দ।