জামিনে মুক্তি পেলেন পূর্বধলার তিন যুবনেতা

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনা পূর্বধলায় গত বছরে’র ২৮ই অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে আটকের পর ৩ মাস ২৫দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন উপজেলা তিন যুবনেতা।

গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে মহানগর দায়রা জজ আদাল তাদের জামিন মঞ্জুর করে।

পরে যথাযথ প্রক্রিয়া শেষে বুধবার বিকেল সাড়ে ৭ টায় তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
জামিন মঞ্জুর হওয়া ৩ যুবনেতা হলেন পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ববুধি গ্রামের মৃত
আসাদ্দুজামানের বড় ছেল মোঃআব্দুল হান্নান শহিদ, পূর্বধলা সদর ইউনিয়ানের ছোচ্ছাউড়া গ্রামের জালাল উদ্দিন তালুকদার ছেলে মোঃ হেলাল উদ্দিন তালুকদার ও পূর্বধলা সদর ইউনিয়ানের ভিতঁর গাঁও গ্রামের মোঃ কেরামত আলীর ছেলে হুমায়ূন কবির।

গত বছরের ২৮ই অক্টোবর সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে অংশ নেন এই তিন যুবনেতা। সেখান থেকে তাদেরকে আটক করে পুলিশ।