জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোণা’র হিফজ বিভাগের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ১০, ২০২৪

শরিফা ইসলাম বর্ষাঃ
জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোণা মাদরাসায় অর্ধ শতাব্দীকাল যাবৎ হিফজ বিভাগের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে হাফেজ সাইদুর রহমান (বর্নির হুজুর) এঁর অবসরোত্তর বিদায় সংবর্ধনা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) বা’দ জুম্মা নেত্রকোণা পাবলিক হলে তাঁর প্রাক্তন ছাত্ররা এই অনুষ্ঠানের আয়োজন করে।

আল মদিনা কমপ্লেক্স -এর মহা-পরিচালক
আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা সিরাজুল ইসলাম (পীর সাহেব) মাওলানা মাজহারুল ইসলাম, হাফেজ শাহজাহান, হাফেজ মাওলানা শফিকুর রহমান, হাফেজ মাজহার, হাফেজ সৌরভ, মাওলানা সায়েম খান, মাওলানা মোঃ আব্দুল্লাহ নাঈম ও মাওলানা আসাদুর রহমান আকন্দ।

পরে বিদায়ী সংবর্ধনায় হাজারো হাফেজে কোরানের এই উস্তাদকে ক্রেস্ট, জায়নামাজ ও নগদ অর্থ প্রদান করা হয়।