জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ও শহীদ পরিবারে সমবেদনা জ্ঞাপন
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোনা জেলার আটপাড়া ও বারহাট্টা উপজেলায় জুলাই-আগস্টের গণহত্যায় শহীদ হওয়া চারটি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সংগঠনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী ও সমবেদনা পত্র হস্তান্তর করা হয়। এছাড়া শহীদদের কবর জিয়ারত করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী মেহেদী হাসান সোহেলের নেতৃত্বে এই উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, সাধারণ সম্পাদক এড. খালিদ সাইফুল্লাহ মুন্না, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জানানো হয় এবং ঈদ আনন্দ ভাগাভাগি করার প্রয়াস নেওয়া হয়।