জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নেত্রকোণা সদর উপজেলার মোঃ আইনুল ইসলাম

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৪

শরিফা ইসলাম বর্ষাঃ
নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আইনুল ইসলাম। বুধবার (৮ এপ্রিল) নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার মোঃ জুবায়ের ছাঈদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মোঃ আইনুল ইসলাম জেলার কেন্দুয়া উপজেলার দলাপা ইউনিয়নের রামনগর গ্রামের মরহুম সুরুজ আলীর সন্তান। তিনি ১৯৮১ সনে এসএসসি, ১৯৮৪ সনে এইচএসসি, ১৯৮৭ সনে বিএসসি (সম্মান) ও ১৯৮৮ সালে এমএসসি পাশ করেন। তিনি ১৯৯৫ সালে সিলেট গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (৯ম গ্রেড) হিসেবে প্রথম চাকরীতে যোগদান করেন। পরে ঝিনাইদহ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও সর্বশেষ ২০২২ সালে নেত্রকোণা সদর উপজেলায় যোগদান করেন।

এছাড়াও জেলায় এবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) হিসেবে দুর্গাপুর উপজেলার রানী খং উচ্চ বিদ্যালয়ের মালতী মিটিল্ডা কোড়াইয়া, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) মদন উপজেলার বালালী বাঘমারা শাহজাহান কলেজের মামুন সিরাজুল কাদের, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার মো: আব্দুর রহমান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিপ্লব বিকাশ পাল চৌধুরী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) দুর্গাপুর জন বস্কো কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদরাসা) দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) দুর্গাপুর সরকারি টেকনিক্যাল, স্কুল এন্ড কলেজ নির্বাচিত হয়েছে।

মোঃ আইনুল ইসলাম বলেন, জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেব নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের সকল সদস্যের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। আমাকে মনোনীত করায় জেলা প্রশাসক স্যারসহ জেলা কমিটির সকল সদস্য, জেলা শিক্ষা অফিসার স্যার, উপজেলা নির্বাহী অফিসার স্যার ও আমার সকল সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।

নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার মোঃ জুবায়ের ছাঈদ বলেন, অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপক, স্কাউট বান্ধব, শিক্ষা বান্ধব, প্রতিটি প্রতিষ্ঠান সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং, পরিদর্শক ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাঁকে জেলায় সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং ডায়নামিক মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নেত্রকোণা সদর উপজেলায় পরিচিতি লাভ করেন।