জেলার শ্রেষ্ঠ ইউএনও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণা জেলার ১০ উপজেলার মধ্যে ২০২৩ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন পূর্বধলা উপজেলার ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স।
বৃহঃপতিবার (২১ সেপ্টেম্বর) জেলা শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা- কর্মচারী, ব্যক্তি ও ব্যক্তি প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি, নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স কে শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়।
জানা যায়, ২০২২ সালে ৩ ফেব্রুয়ারি পূর্বধলায় ইউএনও হিসেবে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। এর পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।
তিনি যোগদানের পরে ভ্রাম্যমাণ দণ্ডসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম।
পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার জানান, অত্যন্ত দক্ষ একজন ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স স্যার। তিনি তার কর্মদক্ষতায় উপজেলা পর্যায়ে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। তাই তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বিবেচিত হয়েছেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ও সাংবাদিক সমাজ অভিনন্দন জানিয়েছেন।