জেলার শ্রেষ্ঠ ওসি পূর্বধলার মুহাম্মদ রাশেদুল ইসলাম
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ জানুয়ারি) জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভুক্তভোগী উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
জানতে চাইলে ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।