নেত্রকোনা থেকে রীনা হায়াৎঃ
আজ সোমবার দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে নেত্রকোনা বড় বাজার পাঁচ পোরণ রেস্তুরায় দুপুর ১২টায় নেত্রকোনা জেলার নারীনেত্রীদের নিয়ে এক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিং এর মুল আলোচ্য বিষয় ছিল, ৭ই অক্টোবর দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে নারীনেত্রীদের নিয়ে ঢাকার সম্মেলনে যাওয়ার প্রস্তুতি।
উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার এলাকা সমন্বয়কারী এ এন এম নাজমুল হোসাইন, ইউনিয়ন সমন্বয়কারী মো: সাইফুল ইসলামসহ দশটি উপজেলার নারীনেত্রীগণ।