কাওসার খান রনি:
গত ১৫ অক্টোবর ICT Division এর সহায়তায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে Women e-commerce Entrepreneurship Summit 2022 এ Best in Govt. Administration ক্যাটাগরিতে নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে তাঁকে এ শুভেচ্ছা জানান।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, মুখলেছুর রহমান খান এর নেতৃত্বে কার্যকরী কমিটির সম্মানিত সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, আফ,ম, রফিকুল ইসলাম আপেল, অর্থ বিষয়ক সম্পাদক আফম আলতাবুর রহমান কাসেমী, লাইব্রেরি ও দপ্তর সম্পাদক দিলওয়ার খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ উল্লাহ আকাশ, সম্মানিত সদস্য সাবেক নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, কিবরিয়া চৌধুরী হেলিম, আলপনা বেগম সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক- এম.পি. এই পদক ও সার্টিফিকেট প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]