ডিএমপি মতিঝিল বিভাগের শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন খিলগাঁও থানার মোজাম্মেল হোসেন
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশের অন্যতম সেরা মানবিক সংস্থা বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিএমপি মতিঝিল বিভাগের সেপ্টেম্বর- ২০২৩ সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন খিলগাঁও থানার এসআই মোজাম্মেল হোসেন খান।
আজ বুধবার (১১ অক্টোবর) ডিএমপি মতিঝিল বিভাগের ডিসি উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান এসআই মোজাম্মেল হোসেন খানের পুরষ্কার ও সনদপত্র তুলে দেন।এ সময় ডিএমপি মতিঝিল বিভাগের পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআই মোজাম্মেল তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘পুরষ্কার এমন একটি বিষয় যা পেলে মানুষের কর্মস্পৃহা বৃদ্ধি পায়, পুরষ্কার প্রেরণা জোগায়, আমি পুরষ্কার পেয়ে আনন্দিত এবং সকল সহকর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে আমার কাজে সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতাই আমাকে বেস্ট অফিসার হতে সাহায্য করেছে বিশেষ করে আমার ওসি মহোদয় মনির হোসেন মোল্লা স্যারের প্রতি।’