
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ডেঙ্গু, টাইফয়েড ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) তাঁর ডেঙ্গু, টাইফয়েড ও করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা জুবায়ের আহমেদ হিলালী (ইমন)। অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোণা-৩ আসনের নেতাকর্মীদের উদ্বেগ দেখা দেয়। তারা তাদের প্রিয় নেতার আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাইছেন।
ইমন হিলালী জানান,গত ৩ দিন ধরে তিনি জ্বরে ভোগছিলেন। রোববার (১৬ জানুয়ারি) চিকিৎসকের পরামর্শে উত্তরা ল্যাব এইড হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হলে ডেঙ্গু,টাইফয়েড ও করোনাভাইরাসের রিপোট পজিটিভ এসেছে।
চিকিৎসকের পরামর্শেই তাকে ঢাকায় প্রাইভেট একটি হাসপাতালে ভর্তি করিয়েছেন তারা। তাঁর শারীরিক অবস্থা মোটামুটি ভাল আছে জানিয়ে দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চাইছেন তিনি।