ডেঙ্গু জ্বরে আক্রান্ত কেন্দ্রীয় বিএনপি নেতা রফিক হিলালী
মজিবুর রহমানঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও সংসদীয় আসন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বার বার দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কেন্দুয়া বাসায় হটাৎ অসুস্থতা বোধ করলে বিকালে ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার মাধ্যমে জানতে পারেন যে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরে রাতেই চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় একটি হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছেন।
এই বিএনপি নেতার ডেঙ্গু জ্বরে আক্রান্তের খবরে তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রিয় এই নেতার আশুরোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।