
বিশেষ প্রতিবেদক:
ঢাকাস্থ আটপাড়া সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং সমিতির সদ্যস্যবৃন্দের পরিচয় ও ঠিকানা সম্বলিত ডিরেক্টরী প্রকাশ করা হয়। শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের দি গ্রীণ লাউঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ফকিরের সভাপতিত্বে ও মহা-সচিব মোঃ কবির খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া-কেন্দুয়া আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা অসীম কুমার উকিল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল আহাদ, আটপাড়া উপজেলার চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, সমিতির সহ-সভাপতি মোঃ আজাদ বিন আশরাফ, মোঃ কায়কোবাদ তালুকদার, যুগ্ম-সচিব এ বি সিদ্দীকি রোকন, সমন্বয়ক ইঞ্জিনিয়া মোহাম্মদ কামরুল ইসলাম, ডঃ খায়রুন্নবী খান, প্রকৌশলী নেতা ইঞ্জিনিয়ার মোঃ জাকিরুল ইসলাম সরকার, ছাত্রনেতা আলমগীর হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ড. মিজানুর রহমান ফকির বলেন, এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং সামাজিক ও কল্যাণমুখী সংগঠন। এ সমিতির প্রধান উদ্দ্যেশ্য ঢাকার আশে পাশে বসবাসকারী আটপাড়া জনগণের মধ্যে একতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা।
প্রধান অতিথির বক্ত্যব্যে সংসদ সদস্য আসীম কুমার উকিল আটপাড়া উপজেলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ সমিতির সফলতা কামনা করেন।
পরে ইফতার মাহফিলে সমিতির সদ্যস্য বৃন্দের পরিচয় ও ঠিকানা সম্বলিত ডিরেক্টরী প্রকাশ করা হয়। এতে শুভেচ্ছা বানী দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, নেত্রকোণা-০৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
এসময় আটপাড়াবাসীর সুখ সমৃদ্ধি এবং উপজেলার উন্নয়ন কামনা করে এ ইফতার মাহফিলে দোয়া করা হয়।