ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের বনভোজন

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

বিশেষ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বধলা উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের (DUPSWA) আয়োজনে শনিবার (২ মার্চ) হিমেল হাওয়া রিসোর্ট ও নুহাশ পল্লী গাজীপুরে বার্ষিক বনভোজন করেন শিক্ষার্থীরা।

DUPSWA সভাপতি মেহেদী হাসান রানার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী এনাম মাসুম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, লিডিং ইউনিভার্সিটির সহকারী প্রক্টর রেজাউল করিম, সহকারী জজ আনোয়ার হোসেন লিমন, ছাত্রনেতা শাহীনুর রহমান বাবলুসহ প্রমুখ।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগঠনটির সদস্য ও অতিথিদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম রনি। শিক্ষার্থী ও অতিথিরা দিনটি আনন্দ উৎসবে অতিবাহিত করেন।