
কামরুল ইসলাম রতনঃ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সুজন তার ফুফার সাথে মোহনগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের বরই বাজার এলাকা হতে নিখোঁজ হওয়ার ৭ দিন পরও সন্ধান না পাওয়ায় তার পিতা ধর্মপাশা থানায় একটি জিডি করেছেন।
জানা যায়, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দক্ষিণ নগর গ্রামের মোঃ শহীদুল্লাহ’র ছেলে সুজন (১৩) বিগত চার মাস যাবত ভাঙ্গারি ব্যবসায় ধর্মপাশার বিভিন্ন এলাকায় তার ফুফা মোঃ খাইরুল ইসলামের সাথে ছিলেন। ইটনা উপজেলার চৌভাঙ্গা গ্রামে ফুফার বাড়ি ।
গত ১০ই সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় প্রতিদিনের মতো ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আর সুজন ফিরে আসেনি। ফুফা খাইরুল ইসলাম সুজনের পিতাকে মোবাইলে অবহিত করেন । সুজনের পিতা ও তার ফুফা ধর্মপাশা, মোহনগঞ্জ উপজেলায় খোঁজাখুঁজি করে না পেয়ে ১৪ সেপ্টেম্বর সুজনের পিতা ধর্মপাশা থানায় একটি জিডি করেন । জিডি নং ৫৩৪ ।
আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরবেলায় সুজনের পিতা আমাদের প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত তার ছেলের কোন সন্ধান পাওয়া যায়নি। সন্ধান পেলে তার মোবাইল নাম্বার ০১৭৭৫-০০৯৩০১ যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন।