তারেক রহমানের বার্তা তৃর্ণমূলে পৌঁছে দিচ্ছেন ড.রফিকুল ইসলাম হিলালী
মজিবুর রহমান:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃর্ণমূলে পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।
রফিক হিলালী তাঁর নির্বাচনী এলাকা-৩ (কেন্দুয়া-আটপাড়া) গণসংযোগ,কর্মীসভায় ও দলীয় কার্যালয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দফায় দফায় মতবিনিময় সভায় মিলিত হয়ে দলের হাইকমান্ডের বার্তা নেতাকর্মীদের অবহিত করছেন।
তিনি বলছেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর গায়েবী মামলা ছাড়াও গত ১৫টি বছর সীমাহীন নির্মম নির্যাতন চালিয়াছে। কোথাও মিলাদ ও দোয়া মাহফিল পর্যন্ত করতে দেয়নি। অসংখ্য নেতাকর্মীর সম্পদ জবরদখল, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর,লুটপাট চালিয়েছে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা। গত ৫ আগস্ট এই ফ্যাসিবাদী সরকারে পতনে পর বিএনপি নেতাকর্মী এখন মুক্ত বাতাসে চলতে পারছেন। কখন পুলিশ এসে বাড়িতে হানা দেবে, সেই চিন্তা এখন আর করতে হয় না। এই শান্তিদানের মালিক একমাত্র মহান রব। আমরা সবাই মহার রবের প্রতি সন্তুষ্টি প্রকাশ করি আলহামদুলিল্লাহ!। এখন ক্রোধ-আক্রোশ মিটানো সময় না। ক্ষমাকারীকে আল্লাহু তায়ালা পছন্দ করেন। আমার ও আমার পরিবারের ওপর যত অত্যাচার-নির্যাতন হয়েছে আমি মাফ করে দিয়েছি। আপনার মাফ করে দিন। আমাদের প্রিয় নেতা তারের রহমানসহ তাঁর পরিবারের ওপর কি ঝড় বয়ে গেছে দেশবাসী সবাই জানেন। তিনি সবকিছু ভূলে গিয়ে দেশ পূর্ণগঠনের ডাক দিয়েছেন। সকলের ক্রোধ-আক্রোশ ভূলে এ কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আমাদের প্রিয় নেতা তারেক রহমান এর বার্তা হচ্ছে, (১) আওয়ামীলীগ দুঃশাসনের ফলে আজ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনার। তাই আমাদের কোন নেতাকর্মীদের আচারণ যাতে এমন না হয়। সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ। আমরা মুসলিম, হিন্দুসহ সকল ধর্মের ভাই ভাই হয়ে সম্প্রতির বাংলাদেশ গড়ে তুলবো। আমরা এখনো ক্ষমতায় আসেনি, ছাত্রজনতা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারকে হটিয়ে মুক্ত আকাশে বসবাস করছি মাত্র। সামনে আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে।
(২)আমাদের কোন নেতাকর্মীর আচার-আচারণে জনগণ যাতে কষ্ট না পায়, আমাদের দিকে যাতে মুখ ফিরিয়ে না নেয় সেই দিক লক্ষ রেখে চলতে হবে। তাই আমাদের সুন্দর আচার-আচারণের মাধ্যমে জনগণকে বিএনপির দিকে আকৃষ্ট করাতে হবে।
(৩)দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তাদেরকে ধরিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ রয়েছে আমাদের প্রতি। ইতিমধ্যে বিভিন্ন এলাকার বেশকিছু নেতাকে শাস্তি দেওয়ার বিষয়টি উল্লেখ্ করে তিনি আরো বলেন,দুষ্টু গরুর চেয়ে,যেমন শুন্য গোয়াল অনেক ভাল, তেমনি দুষ্টু কর্মী চেয়ে একজন ভাল কর্মীই যথেষ্ট।