তারেক রহমান ও বাবর এর ২১ আগস্ট মিথ্যা মামলায় খালাসের খবরে নেত্রকোণায় আনন্দ মিছিল

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথিত মিথ্যা মামলায় খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে নেত্রকোণা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে মোক্তারপাড়া মাঠ হতে মিছিলটি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয় এসে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজারুল ইসলাম কমল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকসেদুল আলম রাজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।