তিতুমীর কলেজস্থ নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণের সভাপতি সুমন, সম্পাদক ঈশাত
কাওসার খান রনিঃ
ঢাকাস্থ সরকারি তিতুমীর কলেজের নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ এর সুমন বাশার কে সভাপতি ও ঈশাত খান ভূবণ কে সাধারণ সম্পাদক ও নির্বাচিত করা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণে কলেজে অধ্যায়নরত সাধারণ ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
এতে সভাপতি পদে দুই প্রতিদ্বন্ধীকে হারিয়ে সুমন বাশার ৮১ভোট পেয়ে সভাপতি ও সম্পাদক পদে আরও তিনজন প্রতিদ্বন্ধীর মধ্যে ৫৮ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন ভূবন।
সভাপতি সুমন বাশার সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপন ডিপার্টমেন্ট এর ২০১৬-১৭ সেশন এর শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক ঈশাত খান ভূবন ইতিহাস ডিপার্টমেন্ট এর ২০১৮-১৯ সেশনের ছাত্র।
এক প্রতিক্রিয়ায় সুমন বাশার বলেন সকল প্রশংসা মহান আল্লাহ তা’আলার। জেলা হিসেবে নেত্রকোণা বরাবরের এগিয়ে।তিতুমীরস্থ নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণের সকল সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে ছাত্রদের কল্যাণমূলক কাজ করে যেতে চাই। ছাত্রকল্যাণে শিক্ষার্থীদের কলেজের শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী করে তুলবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক ঈশাত খান ভূবন বলেন, তিতুমীরস্থ নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো সাংস্কৃতিক রাজধানীখ্যাত নেত্রকোণা জেলার সকল শিক্ষার্থীকে একত্রিত করে পরস্পরের সাহায্য ও সৌহার্দের সাথে থাকার সুযোগ তৈরি করা। যেকোনো সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের নেত্রকোণা জেলাকে আরও উজ্জীবিত করার প্রত্যাশা করি।