তীব্র শীতে কলমাকান্দায় জনজীবন বিপন্ন
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা। ৮টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা বিস্তৃত এলাকা। এ উপজেলা ঘনবসতিপূর্ণ একটি উপজেলা। কয়েকদিন ধরে এ উপজেলায় তীব্র শীত ও ঘনকুয়াশা চেপে বসেছে।
এ তীব্র ঘন-কুয়াশা হিম শীতের কারণে জনসাধারণ ও কেটে খাওয়া সাধারণ মানুষগুলো জুবুথুবু হয়ে আছে। হিম ঠান্ডায় নিত্য কর্মস্থলে যেতে ঘর থেকে বাহির হতে পারছে না। এমন ঘনকুয়াশার কারণে রাস্তাঘাটে কে কোথায় যাচ্ছে কেউ কাউকে দেখতেও পারছে না। হাটবাজারে দেখা যাচ্ছে দোকানে দোকানে লাইট জ্বালিয়ে বিকিকিনি করছে, ছোট ছোট অটোরিকশা গুলোও হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে রাস্তা চলছে, ছোট ছোট শিশুরা ঠান্ডায় স্কুল মসজিদ মাদ্রাসায় যেতে হিমসিম খাচ্ছে কিন্তু এই অসহায় সাধারণ মানুষগুলোর পাশে দাড়াঁবার কেউ নেই! এ যেনো এক দূর্ভোগ শুরু হয়ে গেছে।
জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাতের হিম তাপমাত্রা ১২.২ ও দিনের ১৮. তাপমাত্রা বয়ে যাচ্ছে। এমন অবস্থায় এক মুদি দোকানী প্রনয় ঘোষ ও শ্রমজীবি খোকন মিয়া জানান, আমরা কয়েকদিন ধরে তীব্র শীতের কারণে নিজ নিজ কর্মস্থলে যেতে ভয় পাচ্ছি কিন্তু না গেলেও পেট চলছে না, নিরুপায় হয়ে যেতে হচ্ছে পরিবারের কারণে। একদিন না গেলে না খেয়ে থাকতে হয়, পেটের দায়ে যেতে হয়।।