দক্ষিণ বিশিউড়া ইউপি চেয়ারম্যানের দূর্নীতির বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪

কাওসার খান রনিঃ
নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রানা’র বিভিন্ন দূর্নীতির বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এই কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরুধি ছাত্র আন্দোলন নেতা সোহরাব, এলকাবাসি রফিকুল ইসলাম, বাদসা মিয়া, বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোজাম্মেল হকসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান রানা রাস্তা সংস্কারের বিভিন্ন প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলন করেছে। স্বামী আছে এমন মহিলাদের বিধবা ভাতার কার্ড দিয়েছে। এছাড়াও অতি দরিদ্রদের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির নাম মেম্বারদের আত্মীয় সজনদের এবং সমৃদ্ধশালী ব্যাক্তিদের দিয়ে টাকা উত্তোলন করেছে। আমরা এই সীমাহীন দূর্নীতিবাজ চেয়ারম্যান এর দ্রুত বিচারের আওতায় এনে তাকে অপসারণের দাবি জানাই।