
নেজা ডেস্ক রিপোর্ট :
নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসির উদ্দিন রানা ঢোল প্রতিক নিয়ে ৩৩৭৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ২৮৭৯ ভোট।
এছাড়াও অপর দুই স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান মাজাহারুল আনারস প্রতিক নিয়ে ২৪৩৪ ভোট এবং মোখলেছুর রহমান দৌলত ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৭২১ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন শেষে বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোছাঃ হোসনে আরা।
এছাড়া ভোট গ্রহন চলাকালীন নৌকা প্রতিকের সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত প্রায় ১৫ জন আহত হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। এর মধ্যে নৌকা প্রতিক নিয়ে এডভোকেট মোঃ আব্দুর রহমান, ঢোল প্রতিক নিয়ে মোঃ নাসির উদ্দিন রানা, আনারস প্রতিক নিয়ে খন্দকার আজিজুর রহমান মাজহারুল, ঘোড়া প্রতিক নিয়ে মোখলেছুর রহমান দৌলত।
এই ইউনিয়নটিতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে মোট ভোটার ১৬ হাজার ৯ শত ৮৩ জন ভোটারের মধ্যে ভোট গ্রহণ করে। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫ শত ৮৫ জন, আর মহিলা হচ্ছে ৮ হাজার ৪ শত ৯৭ জন। সকাল ৮ টা থেকে ১০টি কেন্দ্রে একযুগে ভোট গ্রহন শুরু হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আনসার, পুলিশ মোতায়েন করা হয়েছিলো। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছে বিজিবি ও র্যাব।
উল্লেখ্য যে, চলতি বছরের গেলো গত ১৩ই মার্চ বিএনপি সমর্থিত চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ইউনিয়নটি শূন্য হয়। তাই এই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।