দি চাইল্ড লানিং হোমসের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে দি চাইল্ড লানিং হোমসের ২০২৩ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর শহরের সাধুপাড়ায়  অবস্থিত বিদ্যালয়টির মাঠে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ হয়।

এবছর  দি চাইল্ড লানিং হোমস থেকে নার্সারী গ্রুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫০ শিক্ষার্থী পরীক্ষা দেন এর মধ্যে সবাই উত্তীর্ণ হন। এর মধ্যে ৯৯ জন A+  পেয়ে উত্তীর্ণ হন। এরপর ১ম ২য় ৩য় স্থান উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক সাইদুর ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের একাডেমিক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল আজিজ, যুবলীগ নেতা আল আমিন, শিক্ষার্থীর অভিভাবক প্রভাত সরকার, দেবী চক্রবর্তী, ব্যবসায়ী খুশী মোহন সাহা, মানবতার ফেরিওয়ালা তারা মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।