দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী সহদেব সরকারের পরলোকগমন
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের মধ্যবাজার নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সহদেব সরকার (৮২) পরলোক গমণ করছেন। তিনি সোমবার (১৫ জানুয়ারী) রাত ৯.০০ ঘটিকার সময় নিজ বাসভবনে অসুস্থ জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর শেষকৃত্য মঙ্গলবার সাকল ১১.০০ ঘটিকায় স্থানীয় শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি ২পুত্র, ১ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর সম্মানে দুর্গাপুর বনিক সমিতি সকাল ১১টা হতে দুপুর ১২ টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখেন।
তাঁর মৃত্যুতে উপজেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, দুর্গাপুর বনিক সমিতি, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।