দুর্গাপুরে অত্যাধুনিক সুবিধা সম্বলিত আবাসিক হোটেল মেঘালয় উদ্বোধন
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে হোটেল মেঘালয় নামে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি আবাসিক হোটেল উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই আবাসিক হোটেলটির উদ্বোধন করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজী মজিবুর রহমান,
আবাসিক হোটেল মেঘালয়ের মালিক আলহাজ্ব বাবুল ইসলাম,পৌর ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল আলম শিমুল আহসান খেলাঘরের মালিক আহসানুর রহমান সহ শহরের বিভিন্ন ব্যবসায়ী, সুধীবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। কেক কাটা শেষে দোয়া মাহফিল হয়।
দুর্গাপুর পৌর শহরের মুক্তারপাড়া এলাকায় পাঁচতলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই আবাসিক হোটেলটি যাত্রা শুরু করেছে। রুমগুলোতে সুসজ্জিত ডেকোরেশন ও আধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। ভ্রমণ পিপাসুদের সুবিধা অনুযায়ী ডাবল ও সিঙ্গেল রুমের ব্যবস্থা রয়েছে হোটেলটিতে।
আবাসিক হোটেল মেঘালয়ের মালিক, আলহাজ্ব বাবুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্গাপুর একটি পর্যটন নগরী এ দিক বিবেচনা করে আধুনিকায়নে ছোয়ায় ও অতিথিদের সকল চাহিদার কথা ভেবেই তিনি আবাসিক হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করেছেন।
সকলের কাছে তিনি তাহার ব্যবসা পরিচালনায় একান্ত সহোযোগিতা ও দোয়া কামনা করেছেন।