দুর্গাপুরে আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইলিয়াছ হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর থানায় দায়ের হওয়া মামলা নং ১৮ এর  আসামি বলেও জানায় পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌর শহরের ডাকুমারা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রাজনৈতিক মামলায় ইলিয়াছ হাওলাদার তার বাসা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।