দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

রাজেশ গৌড়ঃ
আগুনে পুড়ে ছাই হলো কৃষক স্বপ্ন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাউইপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে ২টি গরু,২টি ছাগল ও প্রায় ৪০ টির হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো গরু-ছাগল গোয়ালঘরে তোলে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। হঠাৎ রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা খুলতেই দেখেন আগুন ছড়িয়ে গেছে তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা দুটি গরু ও দুইটি ছাগলের সঙ্গে প্রায় ৪০ টির মতো হাঁস-মুরগিসহ পুরো গোয়ালঘরটি পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, সমিতি থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে গরু কেনা হয়েছিল। কিন্তু কীভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজের দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমি খোঁজ নিচ্ছি।