দুর্গাপুরে আত্রাখালী ব্রীজের সৌন্দর্য বর্ধনে ছাত্র-জনতার স্বেচ্ছাশ্রম
রাজেশ গৌড়ঃ
দুর্গাপুর পৌর শহরের আত্রাখালী ব্রীজের সৌন্দর্য বর্ধনে এগিয়ে এসেছে ছাত্রজনতা। শনিবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে ছাত্র জনতা আত্রাখালী ব্রীজে জমে থাকা বালু সরিয়ে পানি দিয়ে পরিস্কার করে ।
আজ রবিবার চলছে ব্রীজের দুই পাশ আলোকিত করার জন্য লাইটিং এর কাজ। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস।
ব্রীজের সৌন্দর্য বর্ধনে কাজে আসা ছাত্র জনতারা জানায়, দুর্গাপুর পর্যটনের অপার সম্ভাবনাময় উপজেলা। এ আত্রাখালী ব্রীজ থেকে দাঁড়িয়ে উপভোগ করা যায় সোমেশ্বরী নদীর দৃশ্য সহ সীমান্তের পাহাড়ের অপরুপ সৌন্দর্য । ঈদকে সামনে রেখে আমরা এ কাজ করছি। যাতে এ ব্রীজে চাঁদরাত সেলিব্রেশন সহ ঈদে একটি সুন্দর সময় সকলে মিলে কাটাতে পারি। ছাত্র- জনতার এমন উদ্যেগ দেখে খুশি দুর্গাপুরবাসী।