দুর্গাপুরে আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ডিএসকে হাসপাতাল প্রশিক্ষণ হলরুমে এ যুব ফোরাম গঠন সভা হয়। সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুব প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
যুব ফোরাম গঠন সভায় আস্থা প্রকল্পের ক্লাস্টার কর্ডিনেটর খালেদ এহতেশামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতিসংঘের মানবাধিকারকর্মী জাহিদ হোসেন,স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সাংবাদিক হৈমন্তী শুক্লা।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের জেলা কর্ডিনেটর সাবিনা ইয়াসমিন, মনিটরিং অফিসার অনন্যা জ্যোতি, মাঠ কর্মকর্তা ঝলমল সরকার।
বক্তারা বলেন,আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে।পাশাপাশি জাতীয় যুবনীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষ এর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে। এছাড়াও বক্তারা আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা যুব ফোরাম আহবায়ক নির্বাচিত হয় রাজেশ গৌড়, যুগ্ন আহবায়ক নির্বাচিত হয় সাদ্দাম হোসেন, নূর আলম, মৃদুলা ইরিন মিরা, লাবণ্য সরকার। এ যুব ফোরাম কমিটি আগামী দিনগুলোতে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে বলে জানা যায়।