দুর্গাপুরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মামুনুর রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: মুফতি অলিউল্লাহ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের উপদেস্টা মাওঃ মামুনুর রশিদ রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক ক্বারী নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা কমিটির সদস্য মুফতি মতিউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আব্দুল কাদির, গনসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আলী আকবর, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতা মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি আবু ওয়াক্কাছ, হাফেজ মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, মাও: মতিউর রহমান, মাও: আব্দুল হাদী, মুফতি তাজুল ইসলাম, মাসুদুর রহমান ফকির,যুব আন্দোলন শাখার নেতা মাও উসমান গনি, মুফতি নুরে আলম, মুফতি জামাল উদ্দিন,ছাত্র আন্দোলন শাখার নেতা মোজাম্মেল হক, আব্দুল হান্নান, প্রমুখ।

উক্ত সমাবেশে বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।