দুর্গাপুরে ওলামায়ে কেরাম ও পূজা উৎযাপন কমিটির সাথে শিক্ষার্থীদের মত বিনিময়

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরের ওলামায়ে কেরাম ও পূজা উৎযাপন কমিটির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মত বিনিময় করেছে।

মঙ্গলবার রাতে উপজেলা পূজা কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সাথে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার রাতে কাচারী মসজিদে দুর্গাপুরের ওলামায়ে কেরামদের সাথে মত বিনিময় করে শিক্ষার্থীরা। এ সময় দুর্গাপুর কাচারী মাদ্রাসার মোহতামীম ওলিওল্লাহ, বায়তুল আমান মসজিদের খতিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মত বিনিময় এর সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাসুম বিল্লাহ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, আব্দুল মোমেন, মোঃ রিয়াদ হাসান, মঈনুল ইসলাম শাওন, হীরা আব্বাসী, আরিয়ান রাসেল, বিএম হাসান, তিতাস সাহা, মামুন আফ্রিদি ও মিজান তালুকদার।

শিক্ষার্থীরা বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমতাবস্থায় আমরা ছাত্র সমাজ সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি কেউ যেন বিনষ্ট না করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা আপনাদেরকে আশ্বাস ও নিশ্চয়তা দিয়ে বলতে চাই আমরা সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। নির্ভয়ে সবাই থাকবেন ও আপনারা স্বাধীন ভাবে ধর্ম পালন করবেন। আমরা অপনাদের সাথে আছি।

পারস্পরিক সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন উভয় নেতৃবৃন্দ।