দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

রাজেশ গৌড়:
দলকে গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বিকেলে ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ কর্মী সভা হয়।

সভায় কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াহিয়া খান পিন্টু  এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আউয়ালের সঞ্চালনায়  প্রধান অতিথির  বক্তব্যে রাখেন  উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল হক রিপন৷ বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, নোমান আহমেদ, রফিকুল ইসলাম, রুহুল আমীন, আশিকুল ইসলাম কমল, আলমগীর হোসেন, শাহজাহান মেম্বার।

আরো বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া, সদস্য অধ্যক্ষ শহীদ খান,কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বি নিশার ভূঁইয়া, সদস্য সচিব রাজা খান, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মীর আরাফাত,কাকৈরগড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজাত আহমেদ, সাধারণ সম্পাদক শাওন শওকত সহ আরো অনেকে।

এ ছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের কথা বলেন ও   বিএনপির কেন্দ্রীয়  আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। যারা বসন্তের কোকিল হয়ে সংস্কারপন্থি হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না।

এছাড়াও, নেতাকর্মীদের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।