দুর্গাপুরে খেলাফত মজলিসের নৈরাজ্যবিরোধী গণ মিছিল

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

রাজেশ গৌড়ঃ
বাংলাদেশে স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও বিগত সরকারের শাসনামলে সকল গুম, খুন ও দুর্নীতির বিচার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ ও গন মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখা।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পৌরশহরের জামিয়া উলুম কাচারী মাদরাসা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, মাও: সিরাজুল হক, হাফেজ মাও: ওয়ালী উল্লাহ্, মুফতি হাবিবুর রহমান, মুফতি মামুনুর রশীদ, হাফেজ রুহুল আমীন সিরাজী, মাও: জিয়াউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ কাশেমী, মাও: ওলিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের আলেম সমাজ শাপলা চত্ত্বরের ঘটনা ভুলে যায়নি। যে কারনে মহান আল্লাহ্ ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বে-ইজ্জত করে দেশ ছাড়তে বাধ্য করেছেন। ইসলাম শান্তির ধর্ম, কোন প্রকার নৈরাজ্য ইসলাম সমর্থন করে না। বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদ ও সুখে শান্তিতে থাকবে এটাই আমাদের চাওয়া।

সরকার পতনের পর একটি কুচক্রী মহল দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অপচেষ্টা চালিয়ে দেশের মুসলমানদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। বিগত ১৬ বছর গণতন্ত্রের নামে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছে হাসিনা সরকার। ওই সময় অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, তাঁকে ধরে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। তাদের উপর পৈশাচিক আচরণ করা হতো। আমরা খুনি হাসিনার ফাঁসি সহ বিগত শাসনামলের সকল গুম, খুন ও দুর্নীতির বিচার দাবি করছি।