দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিলর অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনা দুর্গাপুরে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার আওতাধীন চন্ডিগড় ইউনিয়ন শাখার সদস্য সম্মেলনে ও কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় বাজারের স্কুল মাঠে এ সম্মেলন ও কাউন্সিল হয়৷

সম্মেলনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি সাআদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান নোমানি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আবুল হাসিম হোসাইনি ।

আরো বক্তব্যে রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর অর্থ সম্পাদক মাওলানা মোবারক হোসাইন, সহ অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ সহ প্রচার সম্পাদক আলি আজগর সহ সংগঠনের নেতৃবৃন্দ ।

সদস্য সম্মেলন ও কাউন্সিলে সকলের সর্বসম্মতিক্রমে মাওলানা মাজিদুল ইসলামকে সভাপতি ও মাওলানা সাইদ রহমানকে সাধারণ সম্পাদক এবং আমিনুন্নাহকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।