দুর্গাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনু্ষ্ঠিত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দ্বীনি আলিম মাদ্রাসা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিস।
এ সময় জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আবু সাইদসহ শত শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে বাংলার ছাত্র জনতা। নেতৃবৃন্দ দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জামায়াত কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ভূমিকা পালন করবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান বক্তারা।