
নেজা ডেস্ক রিপোর্ট :
নেত্রকোণার দুর্গাপুরে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার মেঘালয়ের পাদদেশের প্রত্যন্ত অঞ্চল রানীখং মিশন স্কুলে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী এসোসিয়েশনের চেয়ারম্যান সাইমন তুজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ জানান, তীব্র শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে নেত্রকোণা জেলা পুলিশ।