
রাজেশ গৌড়ঃঃ
নেত্রকোণার দুর্গাপুরে ট্রাক চাপায় এক পথচারি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত নারী উপজেলার শুকনাগুড়ি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী হালেমা আক্তার (৪৫)।
শুক্রবার সকালের দিকে শ্যামগঞ্জ- বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর উপজেলার কালামার্কেট এলাকায় ওই ট্রাক চাপার ঘটনাটি ঘটেছে ।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.এনামুল হক জানান, সকালে নিজের চিকিৎসার জন্যে বাড়ি থেকে হেটে কালামার্কেট এলাকার এক কবিরাজের বাড়ি যাচ্ছিলেন হালেমা আক্তার ।
পথে কবিরাজের বাড়ির কাছে পৌঁছলে ময়মনসিংহ থেকে একটি ট্রাক দুর্গাপুর যাওয়ার সময় হালিমাকে পিঁছন দিক দিয়ে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। হালিমাকে চাপা দেয়া ট্রকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্তের পাশাপাশি আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।