দুর্গাপুরে ডন বস্কো কলেজ এন্ড সেন্ট জেভিয়ার্স স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো কলেজ এন্ড সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কলেজ চত্বরে প্রতিষ্ঠান পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেকের সভাপতিত্বে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।
পরে কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের স্যালুট জানান শিক্ষার্থীরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।
প্রতিযোগিতা শেষে রবিবার দুপুরে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস ছালাম, কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য শিমিয়োন মৃনাল কান্তি মূর্মূ, বিরিশিরি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু, অগ্রনী ব্যাংক দুর্গাপুর শাখার ব্যবস্থাপক মো. কাজল মিয়া, উওরা ব্যাংক শাখার ব্যবস্থাপক মিকাট উজ জামান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার প্রেসিডেন্ট সাইমন তজু প্রমুখ।
চারটি গ্রুপে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সর্বোচ্চ ৩৪টি পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন হয় পদ্মা গ্রুপ।
সমাপনী বক্তব্যে দেন ডন বস্কো কলেজের অধ্যক্ষ রুমন রাংসা।