দুর্গাপুরে ডায়াগনোস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জহিরুল ও সাধারন সম্পাদক শাওন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ডায়াগনোস্টিক ও ক্লিনিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের হাসপাতাল মোড়ে ডায়াগনোস্টিক ও ক্লিনিক মালিকদের এক সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

এতে সততা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের সত্বাধিকারী মো. জহিরুল ইসলামকে কে সভাপতি ও একতা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের সত্বাধিকারী মো. মোশারফ হোসেন শাওন কে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।

৬ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার এর সত্বাধিকারী সজীব দাস, সাংগঠনিক সম্পাদক সেবা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের সত্বাধিকারী মো. রাজিব আহম্মেদ রাজু, কোষাধ্যক্ষ সুসং ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার এর সত্বাধিকারী মো. শফিকুল ইসলাম শফিক, প্রচার সম্পাদক ডেল্টা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার এর সত্বাধিকারী মো. রুবেল মিয়া।

নবগঠিত কমিটির সদস্যরা বলেন, ডায়াগনোস্টিক ও ক্লিনিক সেন্টারের মালিকগন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনসেবায় নিয়োজিত। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকলের পরামর্শ মোতাবেক আমরা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবো।