দুর্গাপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন,সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক সুফিয়া আক্তার, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক আবু সাদেক, ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন কুমার সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন ইউএনও সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা। মেলায় ১৬টি স্টল প্রদর্শন রয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠন এর কার্যক্রম, প্রত্যাশিত নগর, পরিবেশ সুরক্ষার মডেল, বজ্র পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত স্বাস্থ্যের প্রকল্প, সৌর চুল্লি, সহ নানা উদ্ভাবনী প্রদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বিজ্ঞান প্রযুক্তির জগতে পরিবর্তন আনবে এই মেলা। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা। জ্ঞান- বিজ্ঞানের প্রসারতাসহ তরুণ প্রজন্মকে উৎসাহিত করাই এ বিজ্ঞান মেলার উদ্দেশ্য।