দুর্গাপুরে দূর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতি সভা

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

রাজেশ গৌড়ঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে থানা চত্বরে এ প্রস্তুতিমূলক সভা হয়।

আয়োজিত সভায় দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও তদন্ত ওসি মাহফুজ আলমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সহ সভাপতি স্বপন স্যানাল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল,কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য বিদ্যুৎ সরকার, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, দশভূজা বাড়ি মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ পত্রনবীশ সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক।

এসময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার আহ্বান জানানো হয়। এছাড়া পূজার অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করার জন্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ দিন-রাত সার্বক্ষণিক কাজ করবে বলেও সভায় উল্লেখ করা হয়।