দুর্গাপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনারে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব হিমেল সরকার এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আসাদ,পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গনি, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর ছাত্র দলের সদস্য সচিব জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান প্রমুখ । এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের
পতন হয়েছে । দেশ আজ স্বাধীন । স্বৈরশাষক হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে ।
সেই সাথে আরো যারা এ দেশকে চুষে খেয়েছে, অর্থ পাচার করেছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিচার খুব তাড়াতাড়ি নিশ্চিত করতে হবে ।
ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।