দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো তারুণ্যের উৎসব

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

রাজেশ গৌড়ঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মাধ্যমে ‘‘তারুণ্যের উৎসব’’ শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে দেড় মাসব্যাপি নানা কর্মসুচীর সমাপনী দিনে এ উৎসবের সমাপ্তি ঘটে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ক্রীড়া, কুইজ, রচনা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বর্ন্যাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে। এ সময়, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালকুদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, সমবায় অফিসার বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, আইসিটি অফিসার সামিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, হীরা আব্বাসী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও ডিএসকে‘র আদিবাসী শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।