দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘‘সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে শনিবার (৪ নভেম্বর) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।

অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ, আরডিও দীনা আক্তার, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান পারভিন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জালাল তালুকদার, সহকারী প্রোগ্রামার শামিউল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পিপুলনারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: কে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।