রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রতিটি গীর্জাগুলো ফুল, রঙ্গিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে মনোরম সাজে। যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব, কেক কাটা ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।
দুর্গাপুর উপজেলার পৌর শহরের বিরিশিরি ব্যাপ্টিষ্ট মাতৃ মন্ডলী গীর্জাতে সোমবার সকাল থেকেই দেখা গেছে উৎসবের আমেজ। এ দিন উপভোগ করতে সকল ধর্মের নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত ছিল গীর্জা চত্বর। ধর্মীয় সকল রীতি নীতি মেনে ফাদার রেভারেন্ড আশীষ রেমার পরিচালনায় উৎসবে যোগদেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।ঈশ্বরের কাছে দেশ ও দেশের সকল জাতির শান্তি কামনায় প্রর্থানা করা হয়।
এছাড়াও উপজেলার বিজয়পুর, ফারাংপাড়া, লক্ষীপুর বারোমারিসহ ছোট বড়, ব্যাক্তিগত প্রায় ৭১ টি গীর্জায় এ উৎসব পালিত হচ্ছে।
বড় দিন উপলক্ষে গীর্জাগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে জানান দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত